শরৎ-চিঠি
- বসন্ত পরামাণিক
নীল খামে আজ চিঠি পেলাম নীল আকাশের থেকে,
দেখি সেথায় হরেক ছবি মেঘ দিয়েছে এঁকে ।
বিচিত্র সে ছবি আমার মনকে দিলো নাড়া,
দুধেল সাদা মেঘের নীড়ে মন হলো তাই হারা ।
চিঠি দিলো হঠাৎ করেই শিউলি-ঝরা ভোর,
সেই চিঠিতেই কাটলো আমার আঁধার মনের ঘোর ।
ঊষার আলোয় শিশিরফোঁটা শিউলি ফুলের বুকে-
ঝলমলিয়ে উঠছে যেন আপন মনের সুখে ।
এসব কথাই চিঠির পাতায় লিখলো রাঙা ভোর,
সেই খুশিতেই হৃদয়পুরের খুললো বন্ধ দোর ।
পেলাম চিঠি আজ প্রভাতে কাশের বনের থেকে,
তাইতো হৃদয় মাতাল হলো খুশির পরশ মেখে ।
হাওয়ার তালে কাশফুলেরা দোলে যেমন করে-
সেসব কথাই লিখেছে সে চিঠির পাতা জুড়ে ।
অগাধ খুশির চিঠি পেলাম হিমেল হাওয়ার থেকে,
সেই চিঠিটাই বাঁশির ধ্বনি আনলো মনে ডেকে ।
শঙ্খ, সানাই, ঢাকের বোলে যেমন খুশি ঝরে-
চিঠির পাতায় সেসব লেখা আছে যত্ন করে ।
খুশির স্রোতে এই চিঠিটাই ভাসিয়ে দিলো প্রাণ,
এই চিঠিটাই আনলো বয়ে আগমনী গান ।।

0 মন্তব্যসমূহ