অসংখ্য শব্দের নদী / পশুপতি ভদ্র
নীচে কত জল কখনো দেখিনি
উল্টো পথে হেঁটে যাবার পর
নবজন্ম আশৈশব মৃত্যুর কথা
আঙুলে সরীসৃপ উষ্ণ হাওয়া ।
এখন আর শুনতে ইচ্ছে করে না
একা থাকার অনন্ত পরিধি ।
বাবা বলতেন , ' দিল্লির প্রসাদ
বেঁচে থাকার অন্য এক উপার্জন '।
আণবিক উঠোন স্তনে মগ্ন যিশু
চাঁদ সূর্য সেই সীমাহীন জ্যোতি
সদাহাস্য মুখ স্বপ্নের বারান্দা
অসংখ্য শব্দের মিছিল
নিচে কত জল অদ্ভুত উপত্যকা
আজীবন খুলি বর্ণময় বোতাম ।
0 মন্তব্যসমূহ