নিঃসঙ্গতা
বটুকৃষ্ণ হালদার
ধু লিকাময় ধূসর
মাঠের প্রান্তরে মাথা উচু করে
নিঃশব্দে
দাঁড়িয়ে একাকী তাল গাছটা
ধরাশায়ী
জরাজীর্ণ বঙ্গের কাহিনী শোনাতে চায় নীল আকাশ টা কে
সম্পর্কের
বেড়াজাল ইতি কথার ফাঁফরে গুমরে
গুমরে কাঁদে
ধর্মের দোহাই
দিয়ে খুনোখুনি হানাহানি
আপন আপন শোণিত
পাত
বোমা বাজি গুলির
লড়াই যত্র তত্র
শান্ত জন জীবনে
অশান্তি অশুভ এর বার্তা
এ সবের মাঝে
খুশি তে রাজনীতির কর্তা
রক্তাক্ত মৃত
আধপড়া লাশের দল
সর্বনাশের
খেলায় মত্ত্ব পৃথিবী
মেঘের আড়ালে
হাসছে অন্তর্যlমী
শুধুই অনৈতিক
যুক্তিহীন রাজনীতির যাতা কল
বলি হয় _আমি তুমি
ধর্ম মজা করে
লুটপাট এর খেলায়
ধর্মের নামে
শকুনি মামার পাশা খেলায় মত্ত পিশাচের দল
নীতিবোধ বিবেক
চরম দোটানার মাঝে আটকে নীলকন্ঠের মত
ছাতিম গাছে
লুকানো স্বশান পাখিটা স্বাদ পায়
রক্তাক্ত লাশ
আধপড়া মাংসের
সময় অ সময় নয়
চরম দুঃস্বপ্নের স্রোতে গা ভাসায়
নিঃসঙ্গ গুহার
অন্ধকারে অচেনা দুটি মুখ বসে মুখ মুখি দাঙ্গার মাঝে ফিস ফিস করে
একে অপরের সুধায়
কোন জাত কোন ধর্ম?
পুজোর - মজা,
অলোক কুমার প্রামাণিক,
পুজো মানেই, শিউলি ফুল
পুজো মানে ছুটি,
সাদা মেঘের নীল
আকাশে
খুশির লুটোপুটি।
পুজো মানেই, শালুক পদ্ম
পুজো মানে খাওয়া,
নতুন নতুন জামা
জুতো
অনেক কিছু
পাওয়া।
পুজো মানেই, শরত হাওয়া
পুজো মানে ভ্রমণ,
পাহাড় কিংবা
সমুদ্র তট
সপরিবারে গমন।
পুজো মানেই, জমিয়ে আড্ডা,
পুজো মানে মজা,
বন্ধু থেকে আপন
জন
সবাই কেই খোঁজা।
পুজো মানেই, ঢাকের বোল
পুজো মানে কাঁশি,
মেতে ওঠা, এক সাথে
আট থেকে আশি।।।
0 মন্তব্যসমূহ