কেন যে স্বপ্ন দেখি
                          চিন্ময় দাশ


জুড়লে চোখের পাতা,
গাছেরা ছুটছে যেন 
বাতাসে ভাসছে খাতা!
কেন যে স্বপ্ন দেখি
পাহাড়ে উঠছে কারা,
সবুজে সবুজ হলো
নামছে ঝরনা-ধারা!
কেন যে স্বপ্ন দেখি
সাগরে ডুবছে ভেলা,
পুকুরে শামুকখোল
খেলছে নতুন খেলা!
কেন যে স্বপ্ন দেখি
আকাশে পাখির ছানা-
উড়ছে, পুড়ছে যেন
সোনালি রেশমি ডানা!