ভয়
সৌরভ ঘোষ

বাতাসের বাতাবী হাসি,
নিষ্ঠুর রাত.....
মাস্তুল ছন্নছাড়া.....
সাদা, হলুদ,গোলাপির খেলা।
মাতাল সীলমোহরের নেকরা।
গণতান্ত্রিক অধিকার-
মিথ্যে, কাগুজে ফানুস।
সবকিছু ঠিক নেই....... 

দরকার কি!
চারপাশে হাতকড়া......