মাইক পাগোল
অমিত পাটোয়ারী
একটা ছেলে মাইক পাগোল
ছোট্টবেলা থেকে
আর কিছু নয় , মাইক বাজার
নিয়ম কানুন শেখে
এ গাছ , ও গাছ দড়ি বাঁধে
নারকোলের মালা ,
চিৎকার শুনে পাড়ার লোকের
কান ঝালাপালা
স্কুল গেলোনা , কারণ স্কুলে
সক্কলে বইপোকা
ওর মনে হয় , স্কুলের সবাই
নিরেট নয়তো বোকা।
স্কুল পালানো সেই ছেলেটা
বড় হলে পর
সবাই বললো , এখন কিছু
চাকরি বাকরি কর -
চাকরিতেও তো মন বসে না
কাঠের কারখানায়
যখন কোনো নেতা এলে ,
মাইক বেজে যায়।
একদিন সে চলেই গেলো ,
সকল ভুলে গিয়ে
মাইনে পেয়ে সেই টাকাতে
এল মাইক নিয়ে।
এতদিনের স্বপ্ন এখন
হাতের মুঠোয় এলো
কেউ নেই , তাই সঙ্গী বলে
মাইকটাকেই পেলো।
অমিত পাটোয়ারী
একটা ছেলে মাইক পাগোল
ছোট্টবেলা থেকে
আর কিছু নয় , মাইক বাজার
নিয়ম কানুন শেখে
এ গাছ , ও গাছ দড়ি বাঁধে
নারকোলের মালা ,
চিৎকার শুনে পাড়ার লোকের
কান ঝালাপালা
স্কুল গেলোনা , কারণ স্কুলে
সক্কলে বইপোকা
ওর মনে হয় , স্কুলের সবাই
নিরেট নয়তো বোকা।
স্কুল পালানো সেই ছেলেটা
বড় হলে পর
সবাই বললো , এখন কিছু
চাকরি বাকরি কর -
চাকরিতেও তো মন বসে না
কাঠের কারখানায়
যখন কোনো নেতা এলে ,
মাইক বেজে যায়।
একদিন সে চলেই গেলো ,
সকল ভুলে গিয়ে
মাইনে পেয়ে সেই টাকাতে
এল মাইক নিয়ে।
এতদিনের স্বপ্ন এখন
হাতের মুঠোয় এলো
কেউ নেই , তাই সঙ্গী বলে
মাইকটাকেই পেলো।
0 মন্তব্যসমূহ