|| মিষ্টি মেয়ের জন্মদিন || শক্তিপদ মাইতি
বড্ড আজি খুশির দিন,
মিষ্টি মেয়ের জন্মদিন |
বাজবে বাদন হরেক তান,
গাইবে সে এক ডজন গান |
তারই তালে করবে নাচন
সোমা, দীপা সঙ্গে ছোটন |
সাঁঝের বেলায় আসবে খোকন,
বলবে সে তার মধুর বচন |
অল্প কথায় গল্প শুধু
শোনাবে এক গৃহ বধূ ||
আজকে মহা ভোজের দিন,
মিষ্টি মেয়ের জন্মদিন |
ভাঁড়ার ঘরে ভুরি ভুরি
দই,মিষ্টি, লুচি, পুরী |
মাছ, মাংস, ঘি ভাত,
জমিয়ে দেবে সবার পাত |
সঙ্গে দেবে আলুর চিপস ,
আনবে নতুন সাধের ট্রিপ্স ||
আজকে শুধু মজার দিন,
মিষ্টি মেয়ের জন্মদিন |
লাল নীল কত বাতি
ঝিকি মিকি দিন রাতি |
আসবে কতক মানুষ জন,
সবারে তাই আমন্ত্রণ |
সবাই তারে করবে দান
প্রীতি-শুভেচ্ছা-স্নেহের বান ||
0 মন্তব্যসমূহ