অন্তিম চর
জয়িতা ভট্টাচার্য
__________
ছপ ছপ ডুব জলে পা
রাত নদীর পাড় ।
এসে বসি চাঁদের কিনারে
মৃত সম্পর্কেরা ফিস ফাস কথা
বলে ............
ডাকে নাম ধরে ।
সম্পর্কের নাম নেই কোনো ।
বিষদাঁতে চুমু খায় গোখরো
উপবাসের দেওয়ালে
ক্ষয়াটে কামনারা লেখে ক আর খ......
সে আসেনি ।
আসবে না কোনোদিন ও
তবু ছায়া গাছে ফুল ফোটে ।
রাত আসে জল থেকে উঠে আগুনে
দু একটা মন ঝরে পড়ে ।
অমনি সে চলে যায়
চাঁদ ঘুম ছেড়ে ........
কুয়াশায় চোখ ঢেকে কাকে যেন খোঁজে
আহত হৃদয় ।
______
জয়িতা ভট্টাচার্য
__________
ছপ ছপ ডুব জলে পা
রাত নদীর পাড় ।
এসে বসি চাঁদের কিনারে
মৃত সম্পর্কেরা ফিস ফাস কথা
বলে ............
ডাকে নাম ধরে ।
সম্পর্কের নাম নেই কোনো ।
বিষদাঁতে চুমু খায় গোখরো
উপবাসের দেওয়ালে
ক্ষয়াটে কামনারা লেখে ক আর খ......
সে আসেনি ।
আসবে না কোনোদিন ও
তবু ছায়া গাছে ফুল ফোটে ।
রাত আসে জল থেকে উঠে আগুনে
দু একটা মন ঝরে পড়ে ।
অমনি সে চলে যায়
চাঁদ ঘুম ছেড়ে ........
কুয়াশায় চোখ ঢেকে কাকে যেন খোঁজে
আহত হৃদয় ।
______
0 মন্তব্যসমূহ