পরম স্থানং  
 মন্দিরা মিশ্র ‍
  ইউনিভারসিটি থেকে ফিরে ‚ বাড়ীতে ঢোকার মুখেই ‚ কেমন যেন থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল আলিয়া |
কি ব্যাপার ? বাড়ীটা কেমন নিঝুম ‚ নিস্তব্ধ লাগছে......
একি ‚ বারান্দার গেটটাওতো খোলা ? ভিতরে ঢুকেই প্রথমে শ্বাশুড়ী অগ্নিমালার ঘর | ইতস্তত করে ‚ দরজায় আলতো করে ঠেলা দিতেই দরজাটা খুলেগেল....
একেবারে খাঁখাঁ করছে ঘরটা | কোন আসবাব ‚ জামাকাপড় ‚ মায় একটা সুতো পর্যন্ত নেই ঘরে |
খটকা লাগতেই ‚ দৌড়ে নিজের ঘরে গিয়ে ‚ ধড়াম করে দরজার পাল্লা খুলে দেখে ‚ হ্যাঁ ‚ যা ভেবেছিল ‚ ঠিক তাই | এঘরেও একই অবস্থা | অথচইউনিভারসিটি যাওয়ার সময়তো সব ঠিকঠাকই ছিল.....রোজকার মতই , আলেখ্য , অফিসে যাওয়ার নাম করে , বেরিয়ে গেল । রান্নাঘরেও খুন্তি নাড়ার শব্দে টের পেলাম , রান্নাবান্না চলছে ।
তাহলে মাত্র ঘণ্টা তিনেকের মধ্যে , সর্বস্ব নিয়ে কোথায় যেতে পারে ওরা ?
ওর ঘরের কোণে একটা ভাঙা চেয়ার পড়েছিল | পায়ে-পায়ে গিয়ে চেয়ারটাতে বসে ভাবতে লাগলো আলিয়া........
কথায় বলে সুখে থাকতে ভুতে কিলোয়.....সত্যিই আমাকে ভুতেই পেয়েছিল |
বাবা-মায়ের একমাত্র আদরের দুলালী ‚ যখনই যা চেয়েছি ‚ কখনো না শুনিনি |
নাচ ‚ গান ‚ খেলাধুলা সবেতেই বাবার উৎসাহে একেবারে পারদর্শী হয়ে উঠেছিলাম |
কি-কুক্ষণে যে সেদিন বাসে আলেখ্যর মদন-বাণে বিদ্ধ হলাম ......
কোনদিনই আলাদা করে কোন ছেলের দিকে তাকাইনি  | বন্ধুতো অনেকই আছে ‚ কিন্তু সেদিন অতো ভীড়বাসেও ‚ আলেখ্যর চোখ আমাকে এমনভাবেআকর্ষণ করলো ...
সেই শুরু .....এরপর প্রায় রোজই ওর সঙ্গে দেখা হত , বাসেই । মাঝেমাঝে আইনক্সেও গেছি । একসঙ্গে দুটো মুভি দেখেছি ।
আশ্চর্য্য , ও কিভাবে টাইম পেত ,সেটাও কোনদিন মাথাতেও আসেনি । খুব অল্পদিনেই ‚ মা-বাবাকে সব জানালাম । আসলে আলেখ্যই বিয়ের জন্য তাড়া দিচ্ছিল । বাবা-মায়ের কাছে ওকে নিয়ে গিয়ে , আলাপ করিয়ে দিলাম ।
বাবা , ওদের বাড়ীতে গিয়ে কথাবার্তা বলে , খুসীমনেই সম্মতি দিল ।তেমনভাবে খোঁজখবরও করেনি বাবা । দুমাস পরেই আমাদের বিয়েও হয়ে গেল |
বৌভাত সেরে বাড়ী ফিরে ‚ ফুলসজ্জার খাটে বসে অপেক্ষা করছি......
দরজার খুট শব্দে ‚ তন্দ্রা কাটতেই দেখি ‚আমার ফোনটা আমারই হাতে ধরিয়ে আলেখ্য ‚ তোমার বাবাকে এখনি বল ‚ কালই আমার পাঁচলাখ টাকা চাই |
ফুলসজ্জার রাতে ‚ স্ত্রীয়ের প্রতি স্বামীর প্রথম সংলাপ শুনে ‚ আমি তড়াক করে উঠে দাঁড়িয়ে ‚ এসবের মানে ?
কোন মানে নেই ‚ আমার টাকাটা দরকার ব্যাস.......
আমি বিনা বাক্যব্যয়ে খাটের একপাশে শুয়ে পড়লাম | আলেখ্য কয়েকবার ধাক্কাধাক্কি করে ক্ষান্ত হল......
পরদিন থেকেই ‚ ভাতে মারার ব্যবস্থা ....
ক্ষিধে সহ্য না করতে পেরে ফ্রিজ খুলে একটা মিষ্টি খেতেই ‚