সমাজ
----------
সমাজ
আমাকে দেখে
কিংবা দেখেও দেখে না
এত বাজনা
কিংবা দেখেও দেখে না
এত বাজনা
আলো
এত আলো
সবাই জেনেছে আজ সশব্দ আচার
কবিরাও উৎসবে চারদিকে।
সবাই জেনেছে আজ সশব্দ আচার
কবিরাও উৎসবে চারদিকে।
গাছে
উঠে ফটো খিঁচি
সাঁতরেও বিলে
ঘুম থেকে উঠে আর ঘুমিয়েও
আমার বাহির ও অন্তর সব
তবুও রহস্য অন্ধকার চাপ চাপ।
তুমিই বল সমাজ তোমাকে কি করি
গিলবো না ওগরাগো?
সাঁতরেও বিলে
ঘুম থেকে উঠে আর ঘুমিয়েও
আমার বাহির ও অন্তর সব
তবুও রহস্য অন্ধকার চাপ চাপ।
তুমিই বল সমাজ তোমাকে কি করি
গিলবো না ওগরাগো?
------------------------------------------
0 মন্তব্যসমূহ