**অপূর্ণ
ইচ্ছা গুলো **
মহ.
ওলিউল ইসলাম
বৃদ্ধ চামড়ায়
অপূর্ণ ইচ্ছা দোল খায় |
কপালের বলি রেখায়
লবণের হ্রদ |
পিছনের দিন গুলো ইশারায় দেখাই আগামীর মুখ
অনুভবের সুখ|
সে গুলোও পিছনে গেছে চলে
কিছু চিহ্ন রেখে
কিছু শিক্ষা দিয়ে|
পুরাতন যা সব ঘন কালো
আর আগামীর রঙ ফিকে |
এর মাঝে কিছু সময় গোনা
আঙুলের বুকে|
কোন একদিন থেমে যাবে বুড়ো আঙুলের হাঁটা|
----তর্জনী, অনামিকার ঘরে|
তখন নতুন দিন, নতুন মাস,
নতুন বছর গোণা হবে পুরাতন ক্যালেন্ডারের মাঝে|
ইচ্ছা গুলো তখনও জীবিত, তবে অপুষ্ট |
বৃদ্ধ চামড়ায়
অপূর্ণ ইচ্ছা দোল খায় |
কপালের বলি রেখায়
লবণের হ্রদ |
পিছনের দিন গুলো ইশারায় দেখাই আগামীর মুখ
অনুভবের সুখ|
সে গুলোও পিছনে গেছে চলে
কিছু চিহ্ন রেখে
কিছু শিক্ষা দিয়ে|
পুরাতন যা সব ঘন কালো
আর আগামীর রঙ ফিকে |
এর মাঝে কিছু সময় গোনা
আঙুলের বুকে|
কোন একদিন থেমে যাবে বুড়ো আঙুলের হাঁটা|
----তর্জনী, অনামিকার ঘরে|
তখন নতুন দিন, নতুন মাস,
নতুন বছর গোণা হবে পুরাতন ক্যালেন্ডারের মাঝে|
ইচ্ছা গুলো তখনও জীবিত, তবে অপুষ্ট |

0 মন্তব্যসমূহ