অক্সিজেনের খোঁজে
সুনন্দ মন্ডল
সুনন্দ মন্ডল
অক্সিজেনের খোঁজে....
আয়ন বায়ুর পিঠে চেপে
কত মরুপ্রান্তর শেষে
এই বৃক্ষরাজির অন্তরালে
গভীর আত্মগ্লানি মেপে।
কত মরুপ্রান্তর শেষে
এই বৃক্ষরাজির অন্তরালে
গভীর আত্মগ্লানি মেপে।
তোমাকেই ভালোবেসে অনুরাগে
চেয়েছি ভালোবাসা নিরহংকারে
বিশুদ্ধ আগ্নেয় লাভার তাপ
ঠোঁটের স্নিগ্ধতায় শুষেছি সোহাগে।
চেয়েছি ভালোবাসা নিরহংকারে
বিশুদ্ধ আগ্নেয় লাভার তাপ
ঠোঁটের স্নিগ্ধতায় শুষেছি সোহাগে।
অক্সিজেনের খোঁজে....
মন সিক্ত হয়েছে নির্মেদ ভালোবাসায়
মাটির সজীব রসে ভিজিয়েছি পা
তোমার সাথে দেখা হলে আজ
চিহ্ন রেখে যেতাম পাহাড়ের গায়।
-----------
মাটির সজীব রসে ভিজিয়েছি পা
তোমার সাথে দেখা হলে আজ
চিহ্ন রেখে যেতাম পাহাড়ের গায়।
-----------
কাঠিয়া,মুরারই,বীরভূম
0 মন্তব্যসমূহ