বেলোয়ারী রাত
দুর্গা চরণ ঘোষ
আকাশ এখন বেলোয়ারী লক্ষ তারা জ্বলে
রাতপাখিদের সুরের যাদু জঙ্গলে আর ঝিলে
ছুমুক্ ছুমুক্ পায়েল পায়ে নদী কেমন নাচে
জোছনা চাঁদের মোহন মায়া ছড়ায় লতায় গাছে।
একলা বকুল দাঁড়িয়ে আছে চণ্ডিতলার পাশে
কানে কানে বলল কিছু ফুরফুরে বাতাসে
ডালে বসে লক্ষ্মিপেঁচা ঘন ঘন ডাকে
ব্যাকুল হয়ে কোন কথা সে বলছে যেন কাকে।
আধখানা চাঁদ নাই আকাশে আজকেদেখি গোটা
রূপোর ঝিলিক খেলছে যেন ঘাসে শিশির ফোঁটা
রাতচরা বক ডেকে বলে ',আজকে গভীর রাতে
দেখ না কেমন আলোরবাহার দূরেরআকাশটাতে
চাঁদ তারা সব দিচ্ছে পাড়ি শুকতারাটাই একা
পুব আকাশে ফুটবে এবার রঙিন আলোর রেখা
শুরু হবে কিচিরমিচির বেউল বাঁশের ঝাড়ে
সূর্য সোনা মারবে উঁকি আমড়া শাখার আড়ে।