খুঁজেছি তোমায়
সাব্বির রহমান
***************
আমি খুঁজেছি তোমায়-
শহরের কোলাহলে শত মানবের ভীড়ে,
জনে জনে সুধিলাম তোমায়;
ব্যক্ত করিলাম ব্যাকুল মনের আকুতি
হাজারো মানব অপলক দৃষ্টিতে তাকিয়ে-
কেহ কেহ ব্যাঙ্গস্বরে সুধিল আমায়,
"কেমন তাহার রূপ? কিবা তাহার প্রতিচ্ছবি?"

হৃদয়ের রং-তুলিতে কল্পজগত ঘুরে ঘুরে এঁকেছি ছবি,
ভবঘুরে হয়ে খুঁজেছি তোমায়
সেচ্ছায় কত জ্ঞান দান; কত মনীষীর বানী শুনালো আমায়,
যে যেখানে পেয়েছে আমায়  জ্ঞানীগুনী,দার্শনিক আর কবি।

সবাই আমায় করেছে হতাশ
ক্লান্তিহীন চলেছি আমি, তবু হইনি নিরাশ।
মনের ডাকে দিয়েছি সাড়া, তোমাকে পেতে-
ছুটেছি যখন যেখানে মিলেছে মনের আশ।
খুঁজেছি তোমায় পল্লী গ্রামের অচিন দ্বারেদ্বারে
বৃক্ষতলে  সুশীতল ছায়ায় কেটেছে সুর্যালোক;
রাত্রি যাপন কারো আঙ্গিনায় নয়তো মেঠো পথ-প্রান্তরে।

অনাহারে কেটেছে কত প্রহর
হেটেছি তিমির পথ, পেরিয়ে তুফান-ঝড়।
ক্লান্তিকালে কোন সবুজ অরন্যে কেটেছে অবসর,
অথবা কারো উঠানের কোণে বৃক্ষ ছায়ায়,
নয়তো কোন নদীর তীরে জল প্রবাহ ধারায়।
যখনি নিরব চিত্তে ভাবেছি তোমায়, তন্দ্রা আকড়ে ধরে
কখনো কখনো কিশোরীর নুপুরের শব্দে চেতনা আসে ফিরে।

অচিন পাড়ায় কত রজনী করেছি পার,ধরে ভবঘুরে বেশ
মিলেছে কত ললনার দেখা,কত কিশোরীর ইঙ্গিত -আভস।
তবু লক্ষ্য ভ্রষ্ট হইনি,খুজেছি তোমায়,
বেড়েছে হৃদয়ের ব্যাকুলতা ক্রমশ।
অবশেষে জীবনের ক্লান্তিলগ্নে পেয়েছি তোমার দেখা,
রাখব তোমায় হৃদ মাজারে যতদিন নাহয় প্রাণ নাশ।