রাঙাদিদির সংসার
পঞ্চমী গোল।
পঞ্চমী গোল।
রাঙা দিদি কই সে আমার
ভাঙা কুলো হাতে
চাল ঝেড়ে তার খুদ দিয়ে ভাত
দিতো পাতে পাতে।
পাড়ার কচিকাঁচা দলে
সকাল বিকেল জুড়ে
আসতো যেতো যাবার পথে
যেতো সে দোর ঘুরে।
শিলনোড়াটা থাকতো শুয়ে
ছোট্ট উঠোন পরে
বউ ঝিয়েরা বাটনা বেটে
নিতো যে যার ঘরে।
খড়ের চালের কুঁড়েটি তার
ঢুকতে যদি চাও
আঁকড়ে মাটি ভালোবেসে
মাথাটি নোয়াও।
সেই দিদি আর নেই দিদি আজ
সময় ছুঁয়ে চলে
টিকটিকিয়ে ঘড়িটা তাই
বলে কথার ছলে।।

0 মন্তব্যসমূহ