কবিতার নাম-"আমার গর্বের ভারতবর্ষ"
জন্মভূমি ভারতবর্ষ কি অপরূপ দৃশ্য তার।
এই মাটিতে জন্ম যেন মাগো হয় বারং বার।।
বহু প্রাচীন এই সভ্যতা।
মোগল ইংরেজরা করে রেখেছিল পরাধীনতার বর্বরতা।।
আমরা সকলেই ভারতীয়।
এই রকম আর কোনো দেশ নেই দ্বিতীয়।।
বৈচিত্রের মধ্যে রয়েছে মোদের একতা।
সব রকম বিপদ থেকে রক্ষা করো হে বিধাতা।।
কত না সংগ্রাম করেছি মোরা স্বাধীনতার তরে।
দুঃখ,ব্যথা ও বেদনা সয়েছি মোরা শত শত বছর ধরে।।
মোরা ভারতবাসী গাহিব সবাই ভারতের জয়গান।
জাতি,ধর্ম,বর্ণ আর নয় ভেদাভেদ , মোরা একজাতি একপ্রাণ।।
বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র বানাতে এসো করি সর্বস্ব সমর্পন।
এই সংকল্প নিয়ে মোরা চলবো সারাক্ষণ।।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন ও খ্রীস্টান, আমরা সবাই ভারতবাসী।
অপরের সুখে মোরা হাসি, দুঃখে কাঁদি দিবা নিশি।।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
শত শত কোটি প্রনাম হে মোর মাতৃভূমি।।
0 মন্তব্যসমূহ