|| সময় || লেখায়-অর্নব দে নাহ! আজকেও ইন্টারভিউতে পাশ টা করা গেল না।এই নিয়ে তা প্রায় এগারোটা।উফ! সূর্যটা কখন যে মাথায় চেপে বসেছে খেয়াল নেই। মাথাটাও ধরেছে বেশ।একটু চা হলে ভালো হয়। ঐ যে একটা চায়ের দোকান। চা বলার আগেই সাবধানী হাতটা পিছন পকেট হাতরে বের করেছে মানিব্যাগটা।সেখানে একটা দশ টাকার নোটের অবস্থান একটু স্বস্তি দেয় বছর ছাব্বিশের বেকার যুবক অঙ্কনকে। সাথে সাথেই দুটো বিস্কুট কেনার �