মোরা প্রেমরোগী তিলোকতমার প্রেমে 
                        ষষ্ঠী কুমার দাস 

তিলোকতমা শহরটাকে প্রকাশ্যে খাচ্ছে চুমু আলিঙ্গনে
গোধূলি লগ্নে বেলেল্লাপনায় সুনীল আকাশটা-
দেখে প্রেমরুগী সবুজ শাড়িতে অবুঝ গ্রাম অভিমানে
একে একে সব সবুজ গ্রাম ধর্ষক এই শহরটা।

নির্লজ্জ সবুজ খেকো শহরটা হেঁটে চলেছে আনমনে
গর্ভবতী ফুল ফল জলা জমি ভোগ বাসনায়!
নদী সাগর পাহাড় পর্বত ডিঙ্গিয়ে গুহা সুরঙ্গ পানে
সব ঋতুতেই নিত্য ধর্ষিতা ধরার আঙিনায়।

অমাবস্যা পূর্ণিমায় দুপক্ষে চন্দ্র সূর্য গ্রহ তারা  জানে
উত্তরায়ণ দক্ষিণায়ন ধর্ষণ শ্রোতা দর্শক!
তবুও প্রস্তুত মেঘ কুয়াশা উল্কা বিজলী সাক্ষী প্রদানে
যে আকাশের প্রেমে শহর সবুজ গ্রাম ধর্ষক। 

আর তোমরা বজ্জাত বিবেক রেখেছো বন্ধুক সেখানে
উগ্র কাম ক্রোধ লোভে মানবিকতা অপমৃত্যু যেখানে
তোমরা মত্ত ভোগ বিলাসিতায় উত্তরসূরির শান্তি হরণে
প্রকৃতি ঘাতক গ্রাম ধর্ষক শহুরে প্রেমের কারণে।