নতুন ছবি
অনিতা অধিকারী
আঁকছি আমি নতুন
দেশের ছবি
থাকছে পুকুর, পাহাড় নদী বন
চেনা হলেও ঠিক
তেমনটি নয়
থাকবে যা-যা দেখলে
জুড়ায় মন।
পাহাড় যদি আকাশকে
চায় থাক
গ্রহ তারা থাকুক
আগের মতো
আলোক ধারা রাখছি
ভুবন জুড়ে
সরাবো আজ সবার মনের
ক্ষত।
বৃষ্টি নামুক
রামধনু রঙ মেখে
বাতাস মুখর
পাখপাখালির ডাকে
ঝরনা নেচে পড়ুক
নদীর কোলে
চাঁদকে না হয় রাখব গাছের ফাঁকে।
চাইছে না মন একটা মানুষজনও
ওরা কেবল হিংসা বিভেদ আনে
প্রকৃতিও চায়না এখন ওদের
দূষণ এখন দেশ জুড়ে সবখানে।
ভাল্লাগেনা নিউজ পেপার জুড়ে
দেশ-বিদেশে সবখানে এক ছবি
কেউ গড়ে,কেউ ধ্বংস ডেকে আনে
মৃত্যুখেলা আজ মানুষের হবি।
0 মন্তব্যসমূহ