চাঁদ দেখছি চাঁদের প্রতীক্ষায়
মনোজ কুমার রথ✍✍
__________///__________///___________ বসে আছি একা একা,
এক ছাদ জোসনায়;
মাছগুলো নুন মাখা,
সেই দিকে হুশ নাই!
যেই জন রাঁধে বাড়ে,
বাঁধে সেও চুলটা;
বোঝাই তা বল কারে,
কোথায় যে ভুলটা?
চাঁদটা যে রূপবান,
ঢেলে চলে মাধুরী;
দুঃখরা খান খান,
প্রেম কথা আধূরি!
ঝরছে তো ঝরছেই,
রূপা ঝরে পড়ছে;
ভরছে তো ভরছেই,
ধামাগুলো ভরছে।
গাছ নদী ফুল পাখি,
মায়া আলো মাখছে;
একা একা জোড়া আঁখি,
তারই মুখ আঁকছে।
কলঙ্ক আছে তবু,
খূঁত নাই রূপে তার;
ভালবাসা হলে কভু,
কলঙ্কও হয় হার।
ক-ত-দিন পরে দেখা,
আরো কবে দেখবো,
চিলেকোঠা জাগে একা,
পাশে কবে ঠেকবো!
এঁকে দেব বিধূ মুখে,
গাঢ় সে-ই চুম্বন;
উদার আকাশ বুকে,
ধরবো লাবণ্য ধন!
তারে কভু বলবো কি,
এতো রূপ ভালো না;
চাঁদটাকে বল দেখি,
সামলাও জোসনা!
0 মন্তব্যসমূহ