**গর্ব আমার দেশ**
শ্রী গৌতম সেনাপতি



গর্ব করার কিছুই নেই, তবু গর্ব আমার দেশ
দেশের কি অবস্থা এখন, কি লাগছে বেশ?

গর্ব করার কিছুই নেই, তবু গর্ব স্বাধীনতা
আইন, শৃঙ্খলা আর পুলিশের চাপে দেশের কি অস্থিরতা ।

গর্ব করার কিছুই নেই গর্ব জনশক্তি
অদক্ষ ও অশিক্ষিত লোকদের করবে কি ভক্তি?

গর্ব করার কিছুই নেই গর্ব দেশের মানুষ
একটি ভেবে দেখ কি আছে তাদের হুস?

গর্ব করার কিছুই নেই গর্ব মুক্তিযোদ্ধা
অসততার জালে ফেঁসেছে তার কি আছে ভোক্তা?

গর্ব করার কিছুই নেই গর্ব লক্ষ কোটি ছাত্র
তাদের মধ্যে পাবে কি সততা ও ভদ্রতার অস্ত্র ?

গর্ব করার কিছুই নেই গর্ব লক্ষ নেতা
শত অপকর্মের একমাত্র তারাই হলেন হোতা

গর্ব করার কিছুই নেই গর্ব ব্যবসায়ী ও ব্যবসা
ধরণ দেখে মনে হয় নিকৃষ্ট মানের বেশ্যা

গর্ব করার কিছুই নেই গর্ব কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
শিক্ষা দেওয়ার পরিবর্তে তারাই হয় ভক্ষক

গর্ব করার কিছুই নেই গর্ব বিচারক
বিচার পাওয়ার পরিবর্তে পায় আসামীরা নরক ।

গর্ব করার কিছুই নেই গর্ব শুধুই দেশ
এত সুখের গর্ব নিয়ে আমরা আছি বেশ।