হারানো ছবি


তোমার প্রতি আমার অমোঘ ভালোবাসাটা
খোলা পোশাকের মতো কাঠের পাটাতনে ফেলে রেখে গেলে।
অথচকি ছিল না তাতে !
টিট্টুপাখির টিক টিক কথা , পুকুরের মাঝের স্থির জল
রাজহংসীর গলা তুলে সন্তরণ,
নদীর বুকে পাল তুলে চলে বেড়ানোর মতো কথা,
এখানে ওখানে কাঁটা ঝোপের বুনো ফুলের সৌন্দর্য,
ভোর হওয়ার আগে আকাশ জুড়ে ফুটে ওঠা আলোর রোশনাই -

ফুটপাতের ধারে ভালোবাসার ভ্রূণ নীল - কালো প্লাস্টিকের কাগজে ঢাকা থাকে
প্রত্যন্ত গ্রামে জানলাহীন মাটির দেওয়ালে খড়ের আচ্ছাদনে
ভালোবাসা সাজানো থাকে মেঝে জুড়ে পাতা কাঁথায় ,
দ্রৌপদীর প্রতি ভীমের যে স্বার্থহীন নির্বিচার ভালোবাসা
সে ভালোবাসাই তো আঁকতে চেয়েছিলাম তোমার জন্য -

তুমি ফিরে গেলে পদ্মর জলে আর জোনাকি ভাসে না
প্রেমহীন জীবনে ডালপালা হীন সরু সরু সুপারী গাছের সমারোহ
জমে আছে কিছু পাললিক শিলা
আর পাথরের গায়ে লেখা কিছু হারানো ছবি।