** জীবন যুদ্ধ **

ইব্রাহিম সেখ,কান্দিমুর্শিদাবাদ (পঃব) রচনাকাল (০৪.০৪.২০২০)

লক্ষ তারার নাভিশ্বাসে --- আঁধার হয়েছে ছায়াপথ,

শহর থেকে গলিপথে মৃতু রাজার ছুটছে রথ!

লাগাম বিহীন মৃত্যু মিছিল ত্রাসের উপর -- মহাত্রাস,

উপছে পড়া ভিড়ের মাঝে মৃত্যু নাচে -- সর্বনাশ!

বন্দি মানুষ বন্ধ খাঁচায় ক্ষিদের আগুন নিভছে না,

মৃত্যু বুকে ছুটছে মানুষ বাঁচার নীতি মানছে না!

দেবতাদের হচ্ছে ধোলাই মন্দিরে আজ ঝুলছে তালা,

কোন অসুরের নাদান পোলা মায়ের বুকে বাড়াই জ্বালা!

জীবন জ্যোতি খুঁজছে যারা স্বজন ছেড়ে -- সর্বক্ষণ,

তাদের গায়ে থুতু ছিটাও!

পশু এরা - পাষাণ মন।

আঁধার প্রাণে জ্বালতে আলো ফেরেশতারা তোমার ঘরে---

সবার মাঝে এক দেবতা সবাই কে নাও আপন করে।।