*করোনা আর মেরোনা*

   *সৌমেন সেন* 

চীনের রাসায়নিক ল্যাবে সৃষ্ট তুমি করোনা
বিশ্ববাসিকে এইভাবে আর তুমি মেরো না। 
চীন আগামীতে বিশ্বনেতা হতে করেছিল করোনা চাষ
তারই জন্য সারা বিশ্বে আজ সবার উপবাস। 
পশুপাখি মানুষ না খেতে পেয়ে মরে
নিরুপায় মানুষ বন্দি রয়েছে ঘরে ঘরে। 

পথে ঘাটে বেরোলেই পুলিশের মার
কারণ "কোভিদ-19" এর হয়েছে বিস্তার। 
মানুষের ভিড়ে ভিড়ে বিস্তার করে মহামারি
সতর্কতা অবলম্বন করা খুবই জরুরী। 
সরকার তাই করল কার্ফু আর লগডাউনজারি
এটাই তোমার প্রতিশেধক ওগো করনা মহামারী।